সিরাজগঞ্জের তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের মথুরাপুর এলাকায় নসিমন চাপায় কৃষক শফিকুল ইসলাম (৪২) নিহত হয়েছে। সে তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের কোরপ আলী মন্ডলের ছেলে। তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার সন্ধ্যার দিকে জমির ধান কেটে উল্লেখিত স্থানে ভ্যানে বোঝাই করছিল ওই কৃষক। এ সময় শ্যালো ইঞ্জিনচালিত একটি নসিমন তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।